মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন




ডোমারে মানবেতর জীবন যাপন বেদে পরিবারের

ডোমারে মানবেতর জীবন যাপন বেদে পরিবারের

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডোমারে বেদে পরিবারের মানবেতর জীবন যাপন করতে দেখা গেছে। ঢাকা বিক্রমপুর থেকে আসা বেদে পরিবারের সদস্যরা তাদের জীবন জীবিকার তাগিদে আশ্রয় নিয়েছে ডোমার উপজেলা পরিষদ মাঠে । এখান থেকে তারা উপজেলার বিভিন্ন হাট-বাজারে গিয়ে সাপের খেলা দেখা , গাছের শিকড় বিক্রি, দাঁতের পোকা বের করা এবং শিশুদের দিয়ে ভিক্ষা করে অতি কষ্টে চলছে তাদের জীবন ।
সরেজমিনে ডোমার উপজেলা পরিষদ মাঠে গিয়ে কথা হয় মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার গোয়ালনি মান্ডা পৌরসভার বেদেনী শেফালী বেগমের সাথে, তিনি বলেন আমাদের বেদে পরিবারের জাত ব্যবসা সাপ ধরে বিক্রি করা, সাপের খেলা দেখা, আমরা ১০মাস বাইরে কাজ করি আর ২মাস গ্রামের বাড়ীতে এসে বসে থাকি। বর্ষা মৌসুম শেষ হলেই আমরা দেশের বিভিন্ন জেলা,উপজেলা ও ইউনিয়নে জীবিকার তাগিদে বেরিয়ে পরি। দৈনিক যা উপার্জন করি সেখান থেকে কিছ ুটাকা খরচ করি আর কিছু টাকা জমা করে বর্ষার আগেই দেশে ফিরে যাই। বর্ষা মৌসুমে আমাদের হাতে কোন কাজ থাকেনা সেই সময়টা আমাদের বসে থাকতে হয়। আমাদের ছেলে মেয়েরা আমাদের মতো এই পেশাটাকেই বেছে নিয়েছি। বর্তমানে ডোমার উপজেলা মাঠে ৭টি পরিবারের মোট ২০ জন সদস্য এই খোলা আকাশের নিচে তাবু টাঙ্গিয়ে মানবেতর জীবন যাপন করছি। বেদে পরিবারের আর ও ২ সদস্য আলমগীর এবং গাউছুল্লা জানান, আমাদের জাত ব্যবসা সাপ ধরা এর পাশাপাশি কাউরে সোনার জিনিস যদি পুকুরে হারিয়ে যায় আমাদের জানালে সেটা আমরা পুকুরের পানির নিচ থেকে তুলতে পারি। উদ্ধার করার পর তারা যা বকশিস দেয় সেটা দিয়ে আমাদের কিছু দিন ভালো ভাবে চলে যায়। আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার গোয়ালনি মান্ডা বাজার ৫নং ওয়ার্ডে।এই গোয়ালনি মান্ডা পৌরসভায় আমাদের বেদে পরিবারের প্রায় ৪ লক্ষ লোক বসবাস করে। তিনি আরও জানান, আমাদের গোয়ালনি মান্ডা পৌরসভার বর্তমান মেয়র সিপন মিরদা। সারা দেশের নির্বাচন হওয়ার শেষ মুহুর্তে আমাদের বিক্রমপুরে নির্বাচন হয়। নির্বাচন এলেই আমরা ভোট দিতে চলে যাব। বর্তমানে আমাদের এলাকার এমপি মিজানুর রহমান সিনহা। আমরা এক জায়গায় বেশী দিন থাকিনা বলে আমরা আমাদের ছেলে মেয়েদের পড়াশুনা করাতে বা স্কুলে পাঠাতে পারিনা।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com