সোমবার, ১২ এপ্রিল ২০২১, ১২:১৩ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
আসন্ন রংপুরের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ খলিলুর রহমান খলিল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল বুধবার বিকেলে পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি দেশরত্ম শেখ হাসিনার কাছে আ’লীগের নৌকা প্রতীক প্রত্যাশা করেছেন। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন- আমাকে দলীয় মনোনয়ন দেয়া হলে পৌর এলাকার জনগনের ভোটে নির্বাচিত হয়ে পীরগঞ্জ পৌরসভাকে দুর্নীতি, মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিচ্ছন্ন পৌরবাসীকে একটি আধুনিক পৌরসভা উপহার দেয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এজন্য উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।