বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :
রংপুর নগরীর নিসবেতগঞ্জ শতরঞ্জি পল্লীর সামনে ট্রাকের ধাক্কায় সাইকেল চালক এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারি) বিকেলে
রংপুর টার্মিনাল থেকে বদরগন্জ রাস্তার নিসবেতগঞ্জ শতরঞ্জি পল্লীর সামনে একটি ট্রাক পিছন থেকে সাইকেল চালককে ধাক্কা দেয়। ধাক্কায় সাইকেল চালক ছিটকে পরেন। এতে সাইকেল চালকের ভূড়ি বের হয় এবং প্রচুর রক্তপাত ঘটে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু ঘটে। নিহত বৃদ্ধার নাম রহমান। বয়স আনুমানিক ৬৫ বছর। চন্দন পাট ইউনিয়নের ঈশ্বরপুর মাঠের হাটের বাসিন্দা। ঘাতক ট্রাকটি আরপিএমপি কোতোয়ালি থানায় নেয়া হয়েছে। ট্রাকের চালক পলাতক।
প্রত্যক্ষদর্শী কে এম হাসান লাট্টু বলেন, ট্রাকটি পিছন থেকে ধাক্কা দেয়। সাইকেল চালকের কোন দোষ নেই। ট্রাক চালকের দোষ।