বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৩৩ পূর্বাহ্ন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :
রংপুরের কাউনিয়া উপজেলায় কভিট-১৯ চলাকালে ৭নং ওয়ার্ডের মেম্বর এর কাছ থেকে আটক কাবিখা চাউলের সুরাহ হলো আদালতে।
কাউনিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানাগেছে গত ২৩ এপ্রিল ২০২০ উপজেলার রাজন্দ্রে বাজার এলাকায় চাতাল থেকে ২৭৯০ কেজি কাবিখা এর চাউল আটক করে ওই দিনই পিআইও বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তিতে মামলাটি দুদক পরিচালনা করে। সেই মামলায় গত ১৪/০২/২০২১ বিজ্ঞ চিফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালত রংপুর এর বিজ্ঞ বিচারক শওকত আলী জব্দকৃত ২৭৯০ কেজি চাউলের মধ্যে ২ কেজি চাউল আলামত হিসেবে রেখে বাকি ২৭৮৮ কেজি চাউল আদালতের সামনে ২২ ফ্রেব্রুয়ারী ২০২১ নিলাম ডাকের মাধ্যমে বিক্রয়ের আদেশ প্রদান করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম জানান বিজ্ঞ আদালত এর রায়ই চুরান্ত, এখানে আমার কিছু বলার নেই।