শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন




বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ বাস্তবায়নে-আটোয়ারীতে উদ্বুদ্ধকরণ র‌্যালি ও ব্রিফিং

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ বাস্তবায়নে-আটোয়ারীতে উদ্বুদ্ধকরণ র‌্যালি ও ব্রিফিং

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতার উদ্যোগ গ্রহন করেন।জেলা প্রশাসনের আয়োজনে ম্যারাথন প্রতিযোগিতা বাস্তবায়নের লক্ষ্যে আটোয়ারী উপজেলা প্রশাসন উদ্বুদ্ধকরণ র‌্যালী ও ব্রিফিং করেছেন। বুধবার (১৭ ফেব্রæয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর হতে ম্যারাথন উদ্বুদ্ধকরণ র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে রেজিস্ট্রেশনের মাধ্যমে ম্যারাথন প্রতিযোগিতায় ম্যারাথনের ধরণ, বয়স ক্যটাগরী ও অংশ গ্রহনের এ্যাপস রেজিস্ট্রেশনের নিয়মাবলী বিস্তারিতভাবে ব্রিফিং দেন উপজেলা নির্বাহী অফিসার। তিনি ম্যারাথন প্রতিযোগিতায় সবাইকে অংশ গ্রহনের আহবান জানান। র‌্যালি ও ব্রিফিং কালে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া এসময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য অফিসার মোঃ শামসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছাইফুল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ ।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com