রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১২:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
বৃহস্পতিবার ১৮ ফেব্রæয়ারি লেখক ও সংগঠক রেজাউল করিম জীবন এর জন্মদিন। জন্মদিন উপলক্ষে মৌচাক পরিবার ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে প্রতিবারের মতো এবারো জন্মদিন পালনের উদ্যোগ নিয়েছে। ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলরুমে জন্মদিন উৎসবের আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে রংপুরের সকল সাহিত্য-সংস্কৃতি কর্মীদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মৌচাক পরিবারের সহকারী সম্পাদক কবিরাজ ইসমাইল মোল্লা। লেখক ও সংগঠক রেজাউল করিম জীবন আরএনএস নিউজ২৪ ডটকম নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। সেই সাথে তিনি দৈনিক বায়ান্নর আলো পত্রিকা ও উত্তরের সময় পোর্টালে প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি ছড়া সংসদ রংপুরের সাধারণ সম্পাদক ও সাহিত্যের কাগজ মৌচাক এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সাথে রঙ্গপুর সাহিত্য পরিষৎ এর সহ-সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ রংপুর মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক, সেক্টর কমান্ডারর্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক, রঙ্গপুর গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এবং সিটি প্রেসক্লাব রংপুরের নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন। লেখক ব্যক্তি জীবনে বিবাহিত এবং ১ পুত্র সন্তানের পিতা। কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশের পাশাপাশি ছড়াগুলি টুনটুনির শিশু তোষ ছড়ার বই প্রকাশ করেছেন ২০১৯ সালে। তিনি রংপুর বইমেলার পরপর ৪ বার আহবায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি সম্মিলিত লেখক সমাজ রংপুরের উদ্যোক্তা সদস্য।