বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন




লালমনিরহাটে প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া

লালমনিরহাটে প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া

লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট ও পাটগ্রাম পৌর নির্বাচনে ভোটকেন্দ্রে প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ১০ জন আহত হয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা দিকে পৌরসভার চারটি কেন্দ্রে এ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে পাটগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডে সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই কাউন্সিলরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পাঁচজন আহত হয়েছেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

আহতরা হলেন- জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যাক্ষ হাবিবুর রহমান হাবিব, সুফি তাহেরুল ইসলাম, আব্দুল জলিলসহ মোট ছয়জন।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট পৌরসভার ভোটগ্রহণ শুরু হলে বিক্ষিপ্তভাবে চারটি কেন্দ্রে প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। দক্ষিণ বত্রিশ হাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়, রেলওয়ে চিলড্রেন পার্ক শিশু স্কুল, সাপ্টানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যাক্ষ হাবিবুর রহমান হাবিবসহ ছয়জন আহত হন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পাটগ্রাম পৌরসভার ৫নং ওয়ার্ডে আহারতুল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় কাউন্সিলর প্রার্থী এজেন্ট আলমঙ্গীর হোসেনকে (৩৫) গুজব ছাড়ানোর অপরাধে আটক করা হয়েছে।

আটককৃত পাটগ্রাম পৌরসভার পুর্ব জুমাপাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।

পাটগ্রাম পৌরসভার ৫নং ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোলাম মোস্তফা ব্যাপারটি নিশ্চিত করেছেন।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com