শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন




একুশে পদক পাওয়ায় আলোকচিত্রী পাভেল রহমানকে ফিরেদেখা’র অভিনন্দন

একুশে পদক পাওয়ায় আলোকচিত্রী পাভেল রহমানকে ফিরেদেখা’র অভিনন্দন

সিটি রিপোর্টার :
রংপুরের কৃতীসন্তান আন্তর্জাতিক খ্যাতিমান আলোকচিত্রী পাভেল রহমান সদ্য একুশে পদকে মনোনীত হওয়ায় সাহিত্য-সংস্কৃতি, সামাজিক সংগঠন ফিরেদেখা সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
গতকাল সন্ধ্যা ৭টায় রংপুরের আইডিয়া পাঠাগারের এই আয়োজনে ফিরেদেখা‘র সহসভাপতি কবি এএসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানা সাকিলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপদেষ্টা সাংবাদিক ও লেখক আফতাব হোসেন, সহ সাধারণ সম্পাদক সাহিনা সুলতানা, সাহিত্য সম্পাদক ড. শাহ সুলতান তালুকদার, সহসাহিত্য সম্পাদক ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান, অর্থ সম্পাদক মাহবুবা লাভীন, দপ্তর সম্পাদক হামিদা শারমিন, সদস্য হাই হাফিজ, মারুফ হোসেন মাহবুব, সংস্কৃতিকর্মী এসএম কামরুজ্জামান বাদশা, মনিষা আক্তার, জাফরীন তন্বী প্রমুখ।
অনুষ্ঠানে পাভেল রহমান তার কালজয়ী আলোকচিত্রের পেছনের বিস্ময়করসব গল্প তুলে ধরেন। তাঁর বক্তব্যে উঠে আসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে অমূল্য সব ছবির গল্প ও স্মৃতি। এছাড়াও কীভাবে তিনি লাঠি, গুলি, টিয়ারগ্যাস, মৃত্যুকে অতিক্রম করে কালজয়ী সব আলোকচিত্র ধারণ করেছেন কাহিনি।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com