শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:০৯ অপরাহ্ন




সুন্দরগঞ্জ টেলিফোন অফিসের বেহাল দশা

সুন্দরগঞ্জ টেলিফোন অফিসের বেহাল দশা

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :
মোবাইল ফোন চালু হওয়ার পর থেকে টেলিফেনের ব্যবহার অনেকটা কমে গেছে। সরকারি-বেসরকারি ও ব্যবসা প্রতিষ্ঠান সমুহে টেলিফোনের ব্যবহার নেই বললেই চলে। কর্তৃপক্ষের অবহেলা, উদাসিনতা এবং তত্ত্বাবধানের অভাবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার টেলিফোন অফিসটি বেহাল দশায় পরিণত হয়েছে। টেলিফেন অফিসের জায়গায় খড়ের স্তুব এবং ময়লা আর্বজনার ভাগার খানায় পরিণত হয়েছে। এমনকি বেদখল হওয়ার উপক্রম দেখা দিয়েছে। বর্তমানে টেলিফোন অফিসটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। উপজেলার বেশির ভাগ টেলিফোন সংযোগ এখন অচল। মীরগঞ্জ বাজারের টেলিফোন গ্রাহক শাহাজান মিঞা জানান, দীর্ঘদিন থেকে তার লাইনটি অচল হয়ে পড়ে রয়েছে। বহুবার অভিযোগ দেয়ার পরও তা মেরামত করা হচ্ছে না। বর্তমান টেলিফোন সেবা নেই বললে চলে। টেলিফোন অফিসের লাইনম্যান নিখিল চন্দ্র জানান, টেলিফোনের ব্যবহার অনেকটা কমে গেছে। তিনি বলেন অফিসে তেমন কোন কাজ কর্ম নেই। তাই কয়েক জন মিলে খড়ের (পলের) আটি কিনে স্তুব দিয়ে রেখেছি। উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ জানান, বিষয়টি তাঁর জানা নাই। তদন্ত সাপেক্ষে আশু প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com