রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :
সাহিত্য-সংস্কৃতি, সামাজিক সংগঠন ফিরেদেখা’র ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন ও ঘরোয়া পরিবেশে শীতকালীন পিঠাউৎসব অনুষ্ঠিত।
গতকাল সন্ধ্যায় রংপুরের আইডিয়া পাঠাগারের ফিরেদেখা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কবি এএসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে ফিরেদেখা’র ১৫ সদস্য বিশিষ্ট ঘোষণা করা হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ ও লেখক রেজাউল করিম মুকুল, ভাস্কর ও গল্পকার অনীক রেজা, সাংবাদিক ও লেখক আফতাব হোসেন, কথাসাহিত্যিক রানা মাসুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ রানা সাকিল, সাংগঠনিক সম্পাদক মো. শহীদুর রহমান, সাহিত্য সম্পাদক ড.শাহ সুলতান তালুকদার, সহসাহিত্য সম্পাদক ময়নুল ইসলাম, দপ্তর সম্পাদক হামিদা শারমিন, গণযোগাযোগ সম্পাদক শফিকুল ইসলাম আবির, কার্যকরী সদস্য মোর্শেদা বেগম, কমল হাসান প্রমুখ।
অনুষ্ঠান শেষে ফিরেদেখা’র আয়োজনে ঘরোয়া পরিবেশে শীতকালীন পিঠাউৎসব পালিত হয়।
নবগঠিত উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন- লেখক ও সাবেক যুগ্মসচিব বীর মুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খান, লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক মনোয়ারা বেগম, লেখক ও সংগঠক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, ইতিহাসবিদ ও লেখক রেজাউল করিম মুকুল, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মোহাম্মদ শাহ আলম, কবি ও লেখক প্রফেসর আতাহার আলী খান, সাংবাদিক ও লেখক আফতাব হোসেন, কবি ও গবেষক ড. শাশ্বত ভট্টাচার্য, কথাসাহিত্যিক রানা মাসুদ, লেখক ও গবেষক ড. নাসিমা আক্তার, ভাস্কর ও গল্পকার অনীক রেজা, কবি ও জেলা যুব উন্নয়ন কর্মকর্তা দিলগীর আলম, নাট্যকার ও সংগঠক রাজ্জাক মুরাদ, সংগঠক ও লেখক স্বাত্বিক শাহ আল মারুফ, কবি ও সাংবাদিক মাহবুব রহমান।
সংগঠনের সভার সিদ্ধান্তমতে উপদেষ্টা কমিটির খসড়া প্রণয়ন ও উপস্থাপন করেন আহ্বায়ক কবি ও ছড়াকার দেলোয়ার হোসেন রংপুরী, সদস্য ড. শাহ সুলতান তালুকদার, শিক্ষক ও কবি মইনুল ইসলাম, কবি কামরুন নাহার রেনু, মাসুদ রানা সাকিল।