শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৭:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :
শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে সেনাবাহিনীর বিনামুল্যে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার(১৩ জানুয়ারি) দুপুরে নগরীর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশন ৭২ পদাতিক ব্রিগেড ৩০ বীর এর উদ্যোগে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসব কর্মসুচীর উদ্বোধন করেন এডিএমএস আবু নোমান মোহাম্মদ মোসলে উদ্দিন। শীতবস্ত্র বিতরণ করেন
৩০ বীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল হেদায়েতুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্ণেল এবিএম বেলায়েত হোসেন, ক্যাপ্টেন মীর আলী ইকরাম, লেফটেন্যান্ট তানজিম ফাহিম হিমেল। চিকিৎসা সেবা প্রদান করেন লেফটেন্যান্ট কর্ণেল তাসলিম সারওয়ার, ক্যাপ্টেন রোকসানা, মেজর মোহাম্মদ ইয়াসিন, আব্দুল্লাহ আল মামুন,
সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ হাবিবুর রহমান, মোহাম্মদ এসএম মোর্শেদুল ইসলাম। কর্মসুচীতে ৫ শতাধিক মানুষের শীতবস্ত্র এবং নারী পুরুষ ও শিশুসহ আড়াই শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।