শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন




জন্মদিনে ফুলে ফুলে সিক্ত হলেন লেখক ও সংগঠক সাঈদ সাহেদুল ইসলাম

জন্মদিনে ফুলে ফুলে সিক্ত হলেন লেখক ও সংগঠক সাঈদ সাহেদুল ইসলাম

স্টাফ রিপোর্টার :
জন্মদিনে ফুলে ফুলে সিক্ত হলেন লেখক ও সংগঠক অধ্যাপক সাঈদ সাহেদুল ইসলাম। বছরের শেষে এসে সাহিত্য-সংস্কৃতি কর্মীদের আনন্দ উল্লাসে জন্মদিন পালিত হয়। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলরুমে জন্মদিন উৎসবের আয়োজন করে সাহিত্যের কাগজ মৌচাক, অভিযাত্রিক ও ছড়া সংসদ রংপুর। জন্মদিন উপলক্ষে আলোচনায় মৌচাক প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল এর সভাপতিত্বে ও মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবনের সঞ্চালনে বক্তব্য রাখেন বিভাগীয় লেখক পরিষদ রংপুর জেলার সভাপতি এটিএম মোর্শেদ, মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুরের সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন, ছড়রা সম্পাদক এস এম খলিল বাবু, ছড়াকার হাই হাফিজ, দুয়ার সম্পাদক এস এম সাথী বেগম, মৌচাক উপদেষ্টা সাহিনা সুলতানা, রবিউল ইসলাম, সহ সম্পাদক সরকার বাবলু, কবিরাজ ইসমাইল মোল্লা, জাতীয় কবিতা পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু, কবি অনিন্দ্য আউয়াল, আজম শাহ আলমগীর, কবি মিনার বসুনীয়া, কবি বাশার ইবনে জহুর, কবি সোহানুর রহমান শাহীন, দেশীয় চিকিৎসক সমিতি রংপুর জেলার সাধারণ সম্পাদক হাকীম আতাউর রহমান লিটন, ছড়া সংসদ রংপুরের দপ্তর সম্পাদক খালিদ সাইফুল্লাহ, প্রচার সম্পাদক ফজলে রাব্বী, কবি মাসুদ বশীর, কবি মারুফ হোসেন মাহবুব, কবি হায়াত মাহমুদ মানিক, অভিযাত্রিক যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন, কবি মামুনুর রশীদ, রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুনীল সরকার প্রমুখ। আলোচনা শেষে সাঈদ সাহেদুল ইসলামের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানান রংপুরের বিভিন্ন সাহিত্য-সংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে। পরে জন্মদিনের কেক কাটা হয়। অধ্যাপক সাঈদ সাহেদুল ইসলাম অনুভুতি ব্যক্ত করতে গিয়ে সকলের ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে পরেন। সকলের কাছে দোয়া চেয়েছেন যেন দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, সাহিত্যের কাজ করে যেতে পারেন।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com