রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:৩০ অপরাহ্ন
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু সাহিত্য সংস্কৃতি পরিষদ রংপুরের উদ্দেগে গত ২৭ ডিসেম্বর রোববার সন্ধ্যায় দৈনিক সাইফ কার্য্যালয়ে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কবি তৈয়বুর রহমান বাবু, এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি এলাহী ফারুক, সাংবাদিক শাকিল আহম্মেদ, সাংস্কৃতিক কর্মী মেরীনা বেগম। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই থেকে আলোচনা করেন বিপ্লবী কবি হায়াত মাহমুদ মানিক। কবিতা পাঠে অংশ গ্রহন করেন কবি মুক্তা পারভীন, কবি তাহমিনা আরফিন, মোঃ রুকুনুজ্জামান রিগান, কবি মোছাঃ রওশন আরা (ববি), সাইফুল ইসলাম মুকুল, মোঃ রিদওয়ান ইসলাম (বিহন) মোঃ মোনায়েব আবেদীন, মোঃ ইউনুছ কবির মিঠু, মোঃ মাকারুল আবেদীন, মোঃ হাবিবুর রহমান। আগামী ৯ জানুয়ারী ২০২১ইং সন্ধ্যা ৬টায় রংপুর সিটি প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু সাহিত্য সংস্কৃতি পরিষদ রংপুরের কার্য নির্বাহী কমিটি গঠন করা হবে। উক্ত অনুষ্ঠানে রংপুরের বঙ্গবন্ধু আদর্শ লালকারী সংস্কৃতি কর্মীদের উপস্থিত থাকার জন্য আহবান করা যাচ্ছে।