রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
অভিযাত্রিক সাহিত্য-সংস্কৃতি সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন লেখক রানা মাসুদ। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলরুমে অভিযাত্রিকের ২২০২ তম সাহিত্য আসর ও আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন অভিযাত্রিকের সহ-সভাপতি তৈয়বুর রহমান বাবু। লেখক ও সাংবাদিক রেজাউল করিম জীবনের প্রাণবন্ত উপস্থাপনায় অভিযাত্রিকের ২২০২ তম সাপ্তাহিক সাহিত্য আসর ও আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিযাত্রিকের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন। বক্তব্য রাখেন সংগীত শিল্পী সূফী জাহিদ হোসেন, রংপুর মহানগর মহিলালীগের সহ-সভাপতি সালমা হোসেন পপি, অভিযাত্রিকের সহ-সভাপতি সালমা সেতারা, সহ-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, কামরুজ্জামান দিশারী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইসহাক ইরানী, কবি বাশার ইবনে জহুর, অভিযাত্রিক সংগীত একাডেমীর পরিচালক ফারহান শাহীল লিয়ন, কলেজ শিক্ষক আসাদুজ্জামান রাফু, শিক্ষা কর্তকর্তা সাখাওয়াত হোসেন, প্রকৌশলী দেলোয়ার হোসেন রংপুরী প্রমুখ। কবিতা পাঠ করেন সাব্বির হোসেন, হাসান ইকবাল, এস এম হাবিব, কবিরাজ ইসমাইল মোল্লা, মাসুদ বশির, নাহিদা ইয়াসমিন, সিরাজুন নাহার সাথী, আতাউর রহমান লিটন, মনিরা পারভীন পপি। ছড়া পাঠ করেন ফজলে রাব্বী, খালিদ সাইফুল্লাহ, মাসুদ বিহঙ্গ, রায়হান আহমেদ রিমন, মাহমুদুল আলম প্রমুখ। ২২০২ তম সাহিত্য আসর শেষে সংগঠনের গতিশীলতাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় সংগঠনের সভাপতি প্রয়াত এডভোকেট এম এ বাশার এর মৃত্যুতে সভাপতির শুন্য পদের জন্য ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে লেখক রানা মাসুদের নাম প্রস্তাব করলে এতে সকলেই সম্মতি প্রদান করেন। পরবর্তি অভিযাত্রিক এর কার্যনির্বাহী কমিটি গঠনের পূর্ব পর্যন্ত রানা মাসুদ ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এদিকে অভিযাত্রিক সাহিত্য-সংস্কৃতি সংসদের ভারপ্রাপ্ত সভাপতি করায় রানা মাসুদ রংপুরের সকল সাহিত্য-সংস্কৃতি সংগঠক ও কর্মীদের নিকট দোয়া চেয়েছেন, যেন অভিযাত্রিকের পূর্বের সুনাম ফিরিয়ে আনাসহ আরো গতিশীল করা করতে পারেন। রানা মাসুদ একজন পুরোদস্তুর সাহিত্য জগতের মানুষ। তিনি কবিতা, গল্প, উপন্যাস লেখার পাশাপাশি রংপুরের ইতিহাস, ঐতিহ্য মুক্তিযুদ্ধের ঘটনা এবং গুণীজন নিয়ে লেখালেখির কাজ করছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা আটটি এবং আরও তিনটি গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশের অপেক্ষায় আছে। রানা মাসুদ একজন সংগঠক। লায়ন্স ক্লাব অব রংপুর, বাংলাদেশ মানবাধিকার কমিশন রংপুর বিভাগীয় কমিটির সহ-সভাপতি, আর এ এম সি শপিং কমপ্লেক্সের যুগ্ম আহŸায়ক, রঙ্গপুর গবেষণা পরিষদের যুগ্ম সম্পাদক, বিভাগীয় লেখক পরিষদের উপদেষ্টা, কমিউনিটি পুলিশ রংপুর মেট্রোপলিটন কমিটিরসহ প্রকাশনা সম্পাদকসহ আরও বেশ কিছু সংগঠনের সাথে যুক্ত আছেন। তিনি ১৯৯০ সাল থেকে অভিযাত্রিকের সাথে যুক্ত আছেন। তিনি একসময় সাংবাদিকতার সাথে সম্পৃক্ত থেকে দৈনিক যুগের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।