মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন




নবাবগঞ্জে ঐতিহ্যবাহী তীর-ধনুক প্রতিযোগীতা অনুষ্ঠিত

নবাবগঞ্জে ঐতিহ্যবাহী তীর-ধনুক প্রতিযোগীতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
দিনাজপুরের নবাবগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী তীর-ধনুক প্রতিযোগীতা। সান্তাল আদিবাসিদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এ প্রতিযোগীতার আয়োজন করা হয়। শুক্রবার সকালে গোলাবাড়ি আদিবাসি একাডেমির সামনে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগীতা উদ্বোধন করেন। গোলাবাড়ি আদিবাসি মার্শাল যুব সংঘ ও স্পোটিং ক্লাব এ প্রতিযোগীতার আয়োজন করে। প্রতিযোগীতা দেখতে শতশত নারী পুরুষ সমবেত হয়।

প্রতিযোগীতায় ১৬ টি দলের ৪৮জন খেলোয়াড় অংশগ্রহন করে। এ বছরের খেলায় চ্যাম্পিয়ন হয় জাহানপুর আদিবাসি সংঘ। অনুষ্ঠানে আদিবাসি চেয়ারম্যান নরেন্স মুর্মুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম ও গ্রাম বিকাশ কেন্দ্রের পরিচালক (সোস্যাল ডেভেলপমেন্ট) সারা মারান্ডি। অনুষ্ঠানে গ্রাম বিকাশ কেন্দ্রের পরিচালিত দাসাই নৃত্যে চ্যাম্পিয়ন দল গোলাবাড়ি আদিবাসি মার্শাল যুব সংঘ ও স্পোটিং ক্লাবের হাতে পুরস্কারের চেক তুলে দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com