মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন




আটোয়ারীতে ডি এম আই ই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ

আটোয়ারীতে ডি এম আই ই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষন, পরিদর্শন ও মূল্যায়ন (ডি এম আই ই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৩ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং গ্রাম আদালত সহকারীগনের অংশ গ্রহনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মরণ কুমার চক্রবর্তী জ্যুমের মাধ্যমে যোগদান করে প্রশিক্ষনের শুভ উদ্বোধন ঘোষনা করেন। প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসার বলেন, গ্রাম আদালত এমন একটি ব্যবস্থা যা এলাকার ছোট ছোট বিরোধ এলাকাতেই অতি দ্রুত নিস্পত্তি করা সম্ভব। এর ফলে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং আদালতে ক্রমাগত মামলার জট কমবে। তিনি আরো বলেন,সরকার গ্রাম আদালত কার্যকর করতে বদ্ধ পরিকর। তাই আমাদের সকলের দায়িত্ব এ বিষয়ে সহযোগিতা করা। গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ফেসিলিটেটর মোঃ আমির হোসেন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় বাস্তবায়নকারী সহযোগি সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও) ’র কর্মতৎপরতায় প গড়ের মানুষ সুফল পাচ্ছে ।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com