শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন




ডিমলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

ডিমলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

আশিক উল ইসলাম লেমন,ডিমলা(নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা সদরে আনুষ্ঠানিকভাবে অতিদরিদ্রদের জন্য ৪০দিনের কর্মসংস্থান কর্মসূচির শুভ উদ্বোধন করেন নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এ সময় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান মানিক, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকারসহ সুবিধাভোগিরা উপস্থিত ছিলেন। উপজেলার ১০টি ইউনিয়নের মোট ২হাজার ২শ ৪৬জন অতিদরিদ্র নারী পুরুষ উক্ত কর্মসূচির আওতায় ৪০দিন মাটি কাটার কাজের জন্য প্রতিদিন প্রত্যেকে ২শ টাকা করে সরকারী বরাদ্দকৃত মোট ১ কোটি ৭৯ লাখ ৭৮ হাজার উত্তোলন করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com