বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন




সুন্দরগঞ্জে ১৩০ পুজা মন্ডপ পেল ৬৫ মেট্রিকটন জিআর

সুন্দরগঞ্জে ১৩০ পুজা মন্ডপ পেল ৬৫ মেট্রিকটন জিআর

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৩০টি পুজা মন্দির ও মন্ডপ পেল ৬৫ মেট্রিকটন জিআর। যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। আগামী ২২ অক্টোবর হতে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ শারর্দীয় দুর্গোৎসব চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। চলতি বছর উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌর সভার ১৩০টি পুজা মন্দির ও মন্ডপে দুর্গা পুজা উদযাপন হতে যাচ্ছে। পুতিমা তৈরি কাজ অনেকটা এগিয়ে। পৌর সভার দত্তপাড়া শারর্দীয়া পুজা উদযাপন কমিটির সভাপতি নিমুল কুমার বর্মন জানান, উপজেলা পর্যায়ের একটি মন্দির এবং মন্ডপে পুতিমা তৈরি থেকে শুরু করে পুজার কার্যক্রম শেষ করতে প্রায় দেড় লাখ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়। সরকারিভাবে প্রতিটি পুজা মন্দির ও মন্ডপের জন্য ৫০০ কেজি করে জিআরের চাল বরাদ্দ দেয় একেবারেই অপ্রতুল। যার দাম প্রায় ১৬ হাজার টাকা। বাকী টাকা স্থানীয়ভাবে সহায়তার মাধ্যমে সংগ্রহ করতে হয়। সরকারিভাবে বরাদ্দের পরিমান বাড়ানো একান্ত প্রয়োজন। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ভট্টাচার্য্য জানান, পুজার সময় হিন্দু সম্প্রদায়ের অসহায় পরিবারদের মাঝে ভিজিএফ দেয়া একান্ত প্রয়োজন। তিনি বলেন পুজা চলাকালিন সময় অনেক পরিবার মানবেতর জীবন যাপন করে থাকেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান চলতি বছর সরকার উপজেলার ১৩০টি পুজা মন্দির ও মন্ডপের জন্য ৬৫ মেট্রিকটন জিআর বরাদ্দ দিয়েছে। প্রতিটি মন্দির ও মন্ডপকে ইতিমধ্যে ৫০০ কেজি করে চাল বরাদ্দ প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com