শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন




ডিমলায় ৭৫ টি মন্ডপে দুর্গাপূজা উদযাপন করা হবে

ডিমলায় ৭৫ টি মন্ডপে দুর্গাপূজা উদযাপন করা হবে

আশিক উল ইসলাম লেমন,ডিমলা(নীলফামারী) প্রতিনিধি :
আসন্ন হিন্দু স¤প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবারে নীলফামারীর ডিমলা উপজেলায় মোট ৭৫টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই পূজাকে ঘিরে উপজেলা জুড়ে মৃৎশিল্পিরা প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষ করেছে। চলছে রং শিল্পিদের তুলিতে আপন মনে প্রতিমা সাজানোর রং তুলির কাজ। রং শিল্পীরা রাতদিনের দিকে না তাকিয়ে রং করতে ব্যস্ত সময় পার করছেন। রং শিল্পীরা নিপুণ হাতে প্রতিমার রং প্রতিযোগিতায় মেতে উঠেছে। এবারে উপজেলার সদর ইউনিয়নে ২১ টি, পশ্চিম ছাতনাই ইউনিয়নে ২ টি, বালাপাড়া ইউনিয়নে ৯ টি, খগাখড়িবাড়ী ইউনিয়নে ৬ টি, গয়াবাড়ী ইউনিয়নে ৯ টি, নাউতারা ইউনিয়নে ১০ টি, খালিশা চাপানী ইউনিয়নে ১২ টি, ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ৫ টি ও টেপাখড়িবাড়ী ইউনিয়নে ১ টি সহ মোট ৭৫ টি পুজা মন্ডপে দেবিদূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে উপজেলা পূর্বছাতনাই ইউনিয়নে হিন্দু বসতী না থাকায় ওই ইউনিয়নে পূজা উদযাপন হচ্ছেনা বলে জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মহিত কুমার রায়।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com