শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন




আটোয়ারীতে যুবদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

আটোয়ারীতে যুবদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :
“ যুবরা লড়বে – সোনার বাংলা গড়বে” স্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলার বলরামপুর ইউনিয়নের বটতলী হাট সৃজনশীল যুব সংঘের আয়োজনে মহামারী কোভিড-১৯সংক্রমন কালে এলাকার হতদরিদ্র লোকদের স্বাস্থ্য সেবার কথা মাথায় নিয়ে শুক্রবার( ১৬ অক্টোবর) দিনব্যাপী বটতলী হাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়। চিকিৎসা সেবা কার্যক্রম আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প গড় জেলা পরিষদের সদস্য/ প্যানেল চেয়ারম্যান ও বলরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাজেদুর রহমান বকুল। সৃজনশীল যুব সংঘের সভাপতি পরীক্ষিত চন্দ্র বর্মণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সংগঠনের কার্যক্রমের বর্ণনা দিয়ে স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা দেবীচরন বর্মন, অবসরপ্রাপ্ত সমাজ সেবা কারিগরি প্রশিক্ষক বীর মুক্তিযোদ্ধা খগেন্দ্র নাথ বর্মন, বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.নবকান্ত রায়। বক্তারা বলেন, মহামারী কোভিড-১৯ সংক্রমন কালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের আয়োজন করে বটতলী হাট সৃজনশীল যুব সংঘ প্রশংসিত হয়েছেন। দিনব্যাপী চিকিৎসা সেবা সমুহ ছিল, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, রোগ নির্ণয়ের পর সরকারি চিকিৎসক দারা ব্যবস্থাপত্র সহ বিনামূল্যে ঔষধ প্রদান উল্লেখযোগ্য। প্রায় দেড়শত গরীব অসহায়,দুস্থ ও হতদরিদ্র রোগীকে মহামারী করোনা কালে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে পেরে সংগঠনের নেতৃবৃন্দ স্বার্থকতা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com