বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:০৫ অপরাহ্ন




প্রতিবন্ধী ব্যক্তিদের ভরসার কেন্দ্র বিন্দু হয়ে উঠছে পীরগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র

প্রতিবন্ধী ব্যক্তিদের ভরসার কেন্দ্র বিন্দু হয়ে উঠছে পীরগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র

শাহ রেজাউল করিম, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
প্রতিবন্ধী ব্যক্তিদের আশা ভরসার কেন্দ্র বিন্দুতে পরিণত হচ্ছে পীরগঞ্জের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। পীরগঞ্জের প্রতিবন্ধী ব্যক্তিদের মানসম্মত সেবা দিয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সকলের আস্থা অর্জন করেছে। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা ও জাতিসংঘ সনদ অনুযায়ী পিছিয়ে পড়া অবহেলিত প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধ পরিকর। এজন্য সরকার বিভিন্ন ধরনের কর্মসুচি, প্রকল্প চালু করেছে। তার মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতায় পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পীরগঞ্জ অন্যতম । এখান হতে প্রতিদিন নিয়মিত সেবা নিচ্ছে সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধীতার ঝুকিতে থাকা অসহায় ও দরিদ্র ব্যক্তি বর্গ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে ২০০৯-২০১০ অর্থ বছরে সরকার পাইলট প্রকল্পের মাধ্যমে প্রথমে ০৫ টি জেলায় এ কার্যক্রম চালু করে। ধাপে ধাপে তা পর্যায়ক্রমে ৬৪ টি জেলা ও ৩৯টি উপজেলায়, সর্বমোট ১০৩ টি জেলা উপজেলায় কার্যক্রম চালু করেছে। এরই ধারাবাহিকতায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় বিগত ২০১৪-২০১৫ অর্থ বছরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র,পীরগঞ্জ,রংপুরে বিনামূল্যে প্রতিবন্ধী ব্যক্তিদের ফিজিওথেরাপি,অকুপেশনাল থেরাপি,স্পীচ এন্ড লেঙ্গুয়েজ থেরাপি, কাউন্সিলিং, শ্রবনমাত্রা নির্নয়, দৃষ্টি মাত্রা নির্নয়, রেফারেল সেবা, অটিজম আক্রান্ত শিশুদের অভিভাবকদের সরকারিভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন ধরণের প্রতিবন্ধী ব্যক্তি বর্গের মধ্যে চাহিদা অনুযায়ি বিভিন্ন ধরণের সহায়ক উপকরণ(হুইল চেয়ার, ট্রাই সাইকেল, হিয়ারিং এইড ইত্যাদি) বিনামূল্যে বিতরণ করে, চাকুরির মাধ্যমে শিক্ষিত প্রতিবন্ধী ব্যক্তিদের বেকারত্ব দূর করে, প্রত্যন্ত অঞ্চলে ভ্রাম্যমান মোবাইল থেরাপি ভ্যানের মাধ্যমে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীতার ঝুকিতে থাকা অসহায় ও দরিদ্র ব্যক্তি বর্গের জন্য থেরাপি কার্যক্রম পরিচালনা পরিচালনা করার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে । এছাড়া বিভিন্ন এনজিও, যারা প্রতিবন্ধীদের জন্য কাজ করছে তাদেরকে সহায়তা করা, সরকারি নিবন্ধনকৃত, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন দ্বারা পরিচালিত এবং আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয়ের মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও এনডিডি (নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার) কর্ণার এর মাধ্যমে এনডিডি বৈশিষ্ঠ্য সম্পন্ন শিশু এবং ব্যক্তিদের সেবা দিয়ে আসছে। প্রতিবন্ধীতা সর্ম্পকিত বিভিন্ন ধরণের সচেতনতামূলক কার্যক্রম এবং যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে বিভিন্ন কার্যাবলী সম্পাদন করছে। প্রত্যক্ষভাবে একজন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার নেতৃত্বে এখানে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা দিয়ে থাকেন একজন কনসালটেন্ট (ফিজিওথেরাপি), একজন ক্লিনিক্যাল ফিজিওথেরাষ্টি সহ কয়েকজন সহকারী ফিজিওথেরাপিষ্ট, অকুপেশনাল থেরাপিষ্ট,স্পিচ এবং ল্যাংঙ্গুয়েজ থেরাপিষ্ট। এ বিষয়ে এখানে কর্মরত কনসালটেন্ট( ফিজিওথেরাপি) বলেন, ’একটি সুসমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের পুর্নবাসন সেবা দিয়ে যাচ্ছি। আমাদের অকুপেশনাল থেরাপিষ্ট এবং স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপিষ্ট এর পদ দীর্ঘ দিন যাবত শূন্য আছে । এখানে আমরা সাকুল্য বেতনে চাকরি করি। সাকুল্য বেতনের এই চাকরিতে কোন ইনক্রিমেন্ট আর চাকরির অনিশ্চয়তা থাকায় আমরা সব সময় একটা মানসিক অস¦স্তির মধ্যে থাকি। তাই আমাদের এ সেবা ও সাহায্য কেন্দ্রের জনবলের স্থায়িত্ব এবং সরকারি অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া দরকার । ” এখানে খোজ নিয়ে জানা গেছে ২০১৪-২০১৫ অর্থবছরে পীরগঞ্জে ভাড়া বাড়িতে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন করেছে । সে সময় থেকে গত আগষ্ট পর্যন্ত কেন্দ্রটি মোট ৩৮৮০ জন প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধীতার ঝুকিতে থাকা ব্যক্তিকে বিনা মূল্যে ৫৮০০০ সেশনে বিভিন্ন ধরনের থেরাপিউটিক সেবা দিয়েছে । পীরগঞ্জ আসনের সুযোগ্য এম,পি , এবং মহান জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরিন শারমীন চৌধুরী মহোদয়ের উপস্থিতে বিভিন্ন সময়ে মোট ২৪৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে বিভিন্ন ধরনের সহায়ক উপকরন বিনা মূল্যে বিতরন করেছে । এ বিষয়ে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব মাুসদ রানা জানান,’ প্রতিষ্ঠার পর থেকেই অত্র পীরগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে বিশ্বমানের সেবা বিনামূল্যে প্রদান করছে। বিশেষত অটিষ্টিক, সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশু, স্ট্রোক ও প্যারালাইসিসে আক্রান্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে পূনর্বাসনের ক্ষেত্রে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যুগান্তকারী ভুমিকা পালন করছে। আমরা আমাদের সর্ব্বোচ্চ আন্তরিকতা দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা দিয়ে যাচ্ছি । ফলে আমাদের এখানে পীরগঞ্জের আশেপাশের উপজেলা যেমন, গাইবান্ধার পলাশবাড়ি, সাদুল্লাপুর, পাশের মিঠাপুকুর উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিরা এখানে সেবা নিতে আসে।’ এ বিষয়ে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে সেবা গ্রহন করে সুফল ভোগকারী পাচগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক জনাব মুজিবর রহমান বলেন ,”এ ধরণের সেবা কেন্দ্র পীরগঞ্জে স্থাপিত হওয়ায় আমরা খুবই খুশি । মাননীয় প্রধান মন্ত্রী ও আমাদের স্পীকার মহোদয়কে আন্তরিক অভিনন্দন।এ ধরনের কর্মসুচি বর্তমান আওয়ামীলীগ সরকারের ভাবমূর্তি উজ্জল করছে। এধরনের কার্যক্রম সমন্বিত ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে বলে আমি মনে করি। এজন্য এধরনের কর্মসুচি স্থায়ী রুপ দিয়ে তা সারা বংলাদেশে ছড়িয়ে দিতে হবে । এতে করে আমাদের সরকারের জনপ্রিয়তা আরো বাড়বে।”

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com