বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন




কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির চেষ্টা

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির চেষ্টা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল মঙ্গলবার রাতে চুরির চেষ্টা হয়েছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়- মঙ্গলবার রাতে কে বা কারা অফিসের ক্যাশিয়ার ও অফিস সহকারী রুমের জানালার রড ভেঙ্গে অফিসে রক্ষিত কাগজপত্র তছনছ করে। এ সময় আলমারীতে থাকা প্রয়োজনিয় ফাইলপত্র এলোপাথারী করে রাখে। তবে চোরেরা মুল্যবান কোন জিনিসপত্র লোপাট করেনি বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদ জানিয়েছেন, দৃশ্যমান কোন জিনিসপত্র খোয়া যায়নি। হাসপাতালে পাহারারত নৈশ্য প্রহরীর আগমন টের পেয়ে চোরেরা চম্পট দিয়েছে ।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে হাসপাতাল কর্তপক্ষ থানায় একটি জিডি করেছে। কিন্তু জিডি নাম্বারটা তদন্তের কারণে পাওয়া যায়নি। সাথে ছবি আছে

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com