শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:৩২ অপরাহ্ন




রহিম আব্দুর রহিম এর তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করলেন রেলপথ মন্ত্রী

রহিম আব্দুর রহিম এর তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করলেন রেলপথ মন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি :
মুজিববর্ষে প্রকাশিত লেখক ‘রহিম আব্দুর রহিম’ এর তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন (এমপি)। বৃহস্পতিবার বেলা ১১.০০ টায় মন্ত্রীর প গড়স্থ মাহাজনপাড়ার আবাসিক বাড়িতে এই বইয়ের মোড়ক উন্মোচন হয়। এসময় উপস্থিত ছিলেন প গড় এর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহানুল হক, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জমান সুজা, উপজেলা নির্বাহী অফিসার ছলেমান আলী, বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মো: জামিউল হক ও বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল ইসলাম সাবুলসহ জেলার সর্বস্তরের সুধিজনরা। লেখকের সংকলিত তিনটি বইয়ের মধ্যে ‘ক্ষরণ’এ ১৯৯০ থেকে ২০২০ পর্যন্ত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত ২৭ টি উপসম্পাদকীয় লেখা স্থান পেয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক নাটক বাইগা’র পাড়ের বাঙালি নাটকে তুলে আনা হয়েছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর বিশেষ অংশ। এই বইয়ে আরও তিনটি সংযুক্ত নাটক হচ্ছে ‘কে উত্তম’ ‘অসমাপ্ত আদালত’ ও ‘মিথ্যার পরিণাম’। তৃতীয় বইটি ৭টি মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধা ভিত্তিক শিশুতোষ কাহিনী নিয়ে নির্মিত নাটক। যে নাটকগুলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ম স্থ হয়েছে। নাটকে বিশেষ অবদান রাখায় লেখক ‘রহিম আব্দুর রহিম’ ২০১৮ সালে আন্তর্জাতিক পর্যায়ে মহাকবি কালিদাস পদকে ভূষিত হন। লেখক এ ব্যাপারে বলেন, প্রকাশিত তিনটি বই সর্বস্তরের পাঠকের জন্য উপযোগী। বইগুলোর প্রকাশক দেশের প্রথম সারির প্রকাশনা প্রতিষ্ঠান ‘অভিযান।’

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com