বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:২১ অপরাহ্ন




প্রবীণ শিশু সাহিত্যিক এ কে এম শহীদুর রহমান বিশু’র স্মরণে শোক সভা

প্রবীণ শিশু সাহিত্যিক এ কে এম শহীদুর রহমান বিশু’র স্মরণে শোক সভা

স্টাফ রিপোর্টার :
প্রবীণ শিশু সাহিত্যিক, সংগঠক, গীতিকার, নাট্যকার ও সাদা মনের মানুষ একেএম শহীদুর রহমান বিশু এর স্মরণে
শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট ২০২০ বুধবার বিকেলে রঙ্গপুর সাহিত্য পরিষৎ মিলনায়তনে সম্মিলিত লেখক সমাজ, রংপুরের আয়োজনে এ শোক সভা অনুষ্ঠিত হয়। শোকসভার শুরুতেই ১ মিনিট নিরবতা পালন করা হয়।
রঙ্গপুর সাহিত্য পরিষৎ এর সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন এর সভাপতিত্বে একে এম শহীদুর রহমান বিশু এর জীবন কর্মনিয়ে আলোচনা করেন, প্রবীণ নাট্যকার মনোয়ার হোসেন, শিক্ষাবিদ বনমালী পাল, মৌচাক প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল, লেখকও শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম, লেখক ও সাংবাদিক আফতাব হোসেন, রানা মাসুদ, অভিযাত্রিক সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম, বিভাগীয় লেখক পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক জাকির আহমদ, রংপুর জেলা শাখার সভাপতি এস এম সাথী বেগম, জাতীয় কবিতা পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু, ছড়াকার প্রকৌশলী দেলোয়ার হোসেন, ছড়াকার এস এম খলিল বাবু, ফিরে দেখা সম্পাদক সাকিল মাসুদ, রংপুর সাহিত্য- সংস্কৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক মামুন উর রশীদ, সাহিত্য সম্পাদক মাহবুব হোসেন মারুফ, ছড়াকার নাজিরা পারভীন, শিল্পাচল সম্পাদক সালমা সেতারা, এডভোকেট জোবাইদুল ইসলাম বুলেট, এডভোকেট জাহিদ হোসেন, নাছরিন নাজ, লেখক সংসদ রংপুরের যুগ্ম সম্পাদক আহসান রবু, ছড়াকার খালিদ সাইফুল্লাহ, ইরশাদ জামিল, কালি কলম সম্পাদক এম এ সোয়েব দুলাল, জিএম নজু, এটিএম মোর্শেদ, মোহাম্মদ আফজাল। আলোচনা শেষে তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ক্বারী আতাউল হক। সঞ্চালনা করেন ছড়া সংসদ রংপুর এর সাধারণ সম্পাদক ও মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন। এসময় উপস্থিত ছিলেন ছড়াকার মতিয়ার রহমান, কামরুজ্জামান দিশারী, কবি আবুল খায়ের, লেখক সংসদ রংপুরের সাংগঠনিক সম্পাদক চঞ্চল মাহমুদ, কবিরাজ ইসমাইল মোল্লা, শামসুজ্জামান সোহাগ, মুরাদুজ্জামান মুরাদ, ফজলে রাব্বি, মোরসালিন প্রমুখ। স্মরণ সভায় সদ্য প্রয়াত একেএম শহীদুর রহমান বিশু’র রেখে যাওয়া ২২ টি পান্ডুলিপি কয়েকধাপে প্রকাশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য একেএম শহীদুর রহমান বিশু রংপুরে ১৯৭৭ সালে সাহিত্য- সংস্কৃতিক সংগঠন অভিযাত্রিক প্রতিষ্ঠা করার মধ্য রংপুরে সাপ্তাহিক সাহিত্য আসরের ধারাবাহিকতার প্রচলন করেন।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com