বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম




গোবিন্দগঞ্জ আদালতে স্কুল ছাত্রী গণধর্ষণের ঘটনায় দুইজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

গোবিন্দগঞ্জ আদালতে স্কুল ছাত্রী গণধর্ষণের ঘটনায় দুইজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই যুবক বুধবার রাতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (চৌকি) আদালতের বিচারক পার্থভদ্র জবানবন্দি রেবর্ড শেষে উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলেন, উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর গাছবাড়ী গ্রামের মৃত্যু শফিকুল ইসলামের ছেলে শিমুল মিয়া (২১) ও একই উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজিপাড়ার শাহারুল কাজীর ছেলে সাদ্দাম হোসেন (৩৫)।

পুলিশ জানায়, এর আগে ওই দুই যুবককে দুইদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদে তারা গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।এরই প্রেক্ষীতে বুধবার দুপুরে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের আবেদনসহ উভয়কে আদালতে হাজির করা হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার নাঁওভাঙ্গা এলাকায় দশম শ্রেনির এক স্কুলছাত্রী ২৬ জুলাই মধ্যরাতে গণধর্ষণের শিকার হয়।এ ঘটনায় পুলিশ ৬জনকে গ্রেফতার করে। সোমবার তাদের মধ্যে ৪ জন অপরাধ স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দেয়। পুলিশি রিমান্ডে অপর ওই দুইজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com