বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন




কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে বন্যা দুর্গত প্রায় ৭ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে বজরা ইউনিয়ন পরিষদ চত্ত¡রে চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম আমিন, উপজেলা রিলিফ অফিসার মাহমুদুল হাসান রানু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেফাকাত হোসেন, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান আমিন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ প্রমুখ।
এসময় বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম আমিন জানান, আমার ইউনিয়নে ৩৫ হাজার মানুষ বন্যা কবলিত। বন্যার শুরুর দিকে ৪ মেট্রিক টন চাউল বরাদ্দ পাই। যা ৪ শতাধিক বানভাসী মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। বুধবার থেকে প্রায় ৭ হাজার পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ’র চাউল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। যা দিয়ে বন্যা কবলিত মানুষের ঈদে খাবারের ব্যবস্থা হবে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com