শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:০৩ অপরাহ্ন




ডিমলায় স্বেচ্ছাশ্রমে বন্যায় ক্ষতিগ্রস্থ বাধ নির্মান

ডিমলায় স্বেচ্ছাশ্রমে বন্যায় ক্ষতিগ্রস্থ বাধ নির্মান

আশিক উল ইসলাম লেমন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলায় স্বেচ্ছাশ্রমে ” হামার ডিমলা” ফেসবুক গ্রুপে বাধ নির্মান।
মঙ্গলবার সকালে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের পক্ষে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নে চলতি বন্যায় ভেঙ্গে যাওয়া ৭০ফিট গোড়িং বাধ স্বেচ্ছাশ্রমে নির্মান করেছে ” হামার ডিমলা” ফেসবুক গ্রæপ। নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের ব্যক্তিগত সহকারী, নীলফামারী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ” হামার ডিমলা” ফেসবুক গ্রæপের প্রধান সাইয়েন কাদির কানন এর নেতৃত্বে জিও ব্যাগ, বাশ ও বালু ভর্তি বস্তা দিয়ে স্বেচ্ছাশ্রমে বন্যায় ক্ষতিগ্রস্থ বাধটি নির্মান করা হয়েছে। এতে ওই এলাকার প্রায় ২০ হাজার মানুষ বন্যার কবল হতে রক্ষা পাবে। এ সময় বাধ নির্মান কাজে অংশ গ্রহন করেন, নীলফামারী জেলা ছাত্রলীগের উপ-ত্রান দুর্যোগ বিষয়ক সম্পাদক চয়ন হোসেন সরকার, ডিমলা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহরাব হোসেন, উপজেলা ছাত্রলীগের নেতা মনোরঞ্জন রায়, বিষ্ণু, আরমান, ভবোতোষ ভবো, তাপস, রনি, রাফি, হাবিব, শাওন, রানা, রাহি, চন্দন, রিপন, মাহাবুবসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com