শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন




গঙ্গাচড়ার ভদ্রবাবুর সাথে খাসি ফ্রি

গঙ্গাচড়ার ভদ্রবাবুর সাথে খাসি ফ্রি

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়ার ভদ্রবাবুর সাথে খাসি ফ্রি’র ঘোষনা দিয়েছেন তরণ এক খামারী। বাড়ির গাভীর গর্ভে জন্ম নেওয়া এইচএফ জাতের এ ভদ্রবাবুকে গত তিন বছর অতিযত্নে লালন-পালন করেন ওই খামারী। শান্ত প্রকৃতির হওয়ায় এ নাম দিয়েছেন ভদ্রবাবু।
উপজেলার গজঘন্টা ইউনিয়নের কিশামত হাবু গ্রামের রওশানুল হক (৩০) এর বাড়ির পালিত গাভী থেকে গত তিন বছর আগে এইচএফ জাতের বাছুর জন্ম নেয়। রওশানুল ছোট থেকে সেটিকে অতিযত্নে পালন করেন। রওশানুল জানান, বর্তমানের তার পালিত গরুটির বয়স তিন বছর। কোন ধরণের রাগ বা উৎভাট আচরণ নেই। খাবার দেওয়ার সময়, গোসল করানোর সময় কোন নড়া-চড়া করেনা। যেভাবে চাই সেভাবে কথা শুনে। এমনকি ওর পিঠে উঠতে দেয়। এর ভাল আচরণের জন্য নাম দিয়েছি ভদ্রবাবু। এর বর্তমান ওজন ২৮ থেকে ৩০ মণ হবে। এবার কোরবনীর ঈদে বিক্রির জন্য ঘোষনা দিয়েছি। দাম চেয়েছি ৭ লক্ষ টাকা সাথে একটি ১০ হাজার টাকার খাসি ফ্রি দিব। কিন্তু করোনার কারণে এবার গরুর দাম আগের তুলনায় ভাল না হওয়ায় অনেক ক্রেতা ৫ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা দাম করেছে। দাম পছন্দের মধ্যে হলে বিক্রি করবো।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com