শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:২৩ অপরাহ্ন




বগুড়ার কাহালুর পেপার মিলের কনভেয়ার বেল্টে আটকে শ্রমিকের মৃত্যু

বগুড়ার কাহালুর পেপার মিলের কনভেয়ার বেল্টে আটকে শ্রমিকের মৃত্যু

মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ – কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু উপজেলার শিতলাই এলাকায় অবস্থিত কিবরিয়া পেপার মিলে কনভেয়ার বেল্টের সাথে আটকে মজিবর রহমান (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়।
জানা যায়, গত ১০ জুলাই গভীর রাতে কিবরিয়া পেপার মিলের পাল্প তৈরীর কনভেয়ার বেল্টে কাজ করার সময় পুরাতন কাগজ বেল্টে আটকে যায়। এ সময় কাহালু পৌর এলাকার উলট্ট গ্রামের মজিবর রহমান (৫৫) নামে এক শ্রমিক বেল্টের কাগজ খুলতে গেলে অসাবধানতাবশত বেল্টে তার হাত আটকে গেলে চলন্ত কনভেয়ারের সাথে তার মাথায় মারাত্মক আঘাত লাগে। এ অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক এ নেওয়া হলে সে শনিবার রাত সাড়ে ১২টার দিকে মারা যান।

এ বিষয়ে কিবরিয়া পেপার মিলের ইনচার্জ নুর হোসেন জানান, এধনের সমস্যার সময় মেশিন বন্ধ করে কাজ করার নির্দেশনা দেয়া রয়েছে। শ্রমিকের অসাবধানবশতার ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

উক্ত বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান, মিল কর্তৃপক্ষ বিষয়টি আমাকে জানিয়েছে।

শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় উভয় পক্ষ বিষয়টি নিয়ে সমঝোতা বৈঠকে বসেছে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com