শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন




বীরগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার

বীরগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার

মো.তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জেনে, বুঝে বিদেশে যাই অর্থ, সম্মান দুটোই পাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত¡াবধানে বীরগঞ্জ সরকারি কলেজের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো.ইয়ামিন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মকবুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. আব্দুল হাকিম। শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনারে বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপনা করেন দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চীফ ইন্সপেক্টর নিমাই কুমার দত্ত। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ডালিম সরকার। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান গোবিন চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, ইউনিয়ন চেয়ারম্যানগন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com