শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন




চলে গেলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তী এভারটন উইকস

চলে গেলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তী এভারটন উইকস

স্পোর্টস ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার এভারটন উইকস আর নেই। দীর্ঘদিন অসুস্থতায় ভুগে বুধবার বারবাডোজে নিজ বাড়িতে মারা গেছেন সাবেক এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

উইন্ডিজ ক্রিকেটের বিখ্যাত ‘থ্রি ডব্লিউজ’ এর একজন ছিলেন তিনি। যার দখলে এখনও টেস্ট ক্রিকেটে টানা পাঁচ ম্যাচে শতক হাঁকানোর রেকর্ড বহাল আছে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করে। গত বছরের জুনে হার্ট অ্যাটাকের পর থেকেই অসুস্থতায় ভুগছিলেন উইকস।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৮ টেস্টে ৫৮.৬১ গড়ে ১৫ সেঞ্চুরি করেছিলেন উইকস। ১৯৪৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৩ বছর বয়সে অভিষিক্ত হন তিনি। সে বছরই ইংল্যান্ড ও ভারত মিলিয়ে টানা পাঁচ ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়েন উইকস। পরের ইনিংসে ৯০ রানে অপরাজিত থাকতে রান আউট হন আম্পায়ারের ভুলে।

১৯৫১ সালে উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পান এভারটন উইকস। পরে ১৯৯৫ সালে ক্রিকেটে অবদানের জন্য নাইটহুড উপাধি লাভ করেন তিনি এবং নামের সামনে যোগ হয় ‘স্যার’ শব্দটি।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com