বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৬:৫৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :
রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জনাব আবু মারুফ হোসেন, এর বদলী সূত্রে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (এসপি) এবং জনাব মোঃ ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রংপুর এর পুলিশ সুপার (এসপি) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পাবনা জেলায় বদলী হওয়ায় রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানের সহিত আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা, ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। এসময় ফুল ও ক্রেষ্ট তুলে দেন রংপুর জেলার পুলিশ সুপার, বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম।
উল্লেখ্য, রংপুর জেলায় পদোন্নতি পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (এসপি) এবং পুলিশ সুপার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (এসপি) পাবনা জেলায় পদায়ন পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়, পরে রংপুর জেলা থেকে বিদায় উপলক্ষে স্মৃতি চারন করে রাখতে বিদায়ী জেলা পুলিশ সুপারদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলেদেন এবং এক ফ্রেমে বন্দি হয়ে থাকতে উপস্থিত সবাই ফটোসেশনে অংশ নেন। বিদায় সংবর্ধনা উনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মোঃ আনোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) জনাব মোঃ আশরাফুল আলম পলাশ এবং সহকারী পুলিশ সুপার, ( সি-সার্কেল ) জনাব মোঃ আরমান হোসেন, পিপিএম, রংপুরসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।