শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন




এবার শতবর্ষী বৃদ্ধের করোনা জয়

এবার শতবর্ষী বৃদ্ধের করোনা জয়

নিউজ ডেস্ক :
ইথিওপিয়ার এক বৃদ্ধ মরণঘাতী করোনা থেকে সেরে উঠেছেন। ওই ব্যক্তির বয়স কমপক্ষে ১০০ বছর বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
চিকিৎসকরা এই বৃদ্ধের সেরে উঠার ঘটনাকে ‘অবিশ্বাস্য’ বলে উল্লেখ করেছেন।

ওই ব্যক্তির নাম আবা তিলাহুন ওল্দেমাইকেল। তার পরিবার বলেন, ওল্দেমাইকেলের বয়স কমপক্ষে ১১৪ বছর। তারা আরও দাবি করেন, তিনিই পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী মানুষ। কিন্তু তার কোনও ‘বার্থ সার্টিফিকেট’না থাকায় তাদের এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সুস্থ হওয়ার পর শতবর্ষী এই বৃদ্ধ এখন বাড়ি ফিরে গেছেন। বর্তমানে তার দেখাশোনা করছেন তার নাতি।

মনে করা হয়, যাদের বয়স ৮০ বা তার বেশি তাদের করোনাভাইরাস সংক্রমণ হলে মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি।

ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবার যে মহল্লায় আবা তিলাহুন থাকেন, সেখানে এক করোনাভাইরাস টেস্টিং কর্মসূচি চালানোর সময় তার সংক্রমণ ধরা পড়ে।

তার চিকিৎসক হিলুফ আবাতে বিবিসিকে বলেন, তার দেহে কোন উপসর্গ দেখা দেবার আগেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর ফলে চিকিৎসকদের দলটি একেবারে শুরু থেকেই এই বৃদ্ধকে নজরে রাখা এবং চিকিৎসা করার সুযোগ পেয়েছিলেন।

সূত্র: বিবিসি বাংলা

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com