বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন




রংপুরে কভিড মোকাবেলায় সেনা সদস্যরা মানুষের পাশে

রংপুরে কভিড মোকাবেলায় সেনা সদস্যরা মানুষের পাশে

এস.এম লিটন :
কভিড-১৯ চলাকালে রংপুরে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর সদস্যরা। সরকারি নিদের্শনা বাস্তবায়নে সেনা সদস্যরা বিরামহীনভাবে সামাজিক দুরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করে বিরল দৃষ্টান্ত রেখেছেন। সরকারি সাহায্য সহায়তা বিতরণ কার্যক্রমও পরিচালনা করে। ৬৬ পদাতিক এর লেঃ কর্ণেল তারেকের নির্দেশনায় এবং ক্যাপ্টেন সায়েমের উপস্থিতিতে ঈদ পূর্ব উপহার সামগ্রি (খাদ্য) বিতরণ করা হয়। রংপুর মহানগরীর কলেজিয়েট স্কুল এন্ড কলেজ মাঠসহ বিভিন্ন ওয়ার্ডের কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষজনের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করে। এছাড়াও আম্পানের আঘাতে মিঠাপুকুর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ, ঘরবাড়ি নির্মাণ করে সেনা সদস্যদের ভুমিকা নজর কাড়ছে জনমনে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com