বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন




দিনাজপুর শিক্ষাবোর্ডে পাস করেনি ৩৩ হাজার শিক্ষার্থী

দিনাজপুর শিক্ষাবোর্ডে পাস করেনি ৩৩ হাজার শিক্ষার্থী

নিউজ ডেস্ক :
গতবছরের তুলনায় এবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার কমেছে। এ বছর ১ লাখ ৯১ হাজার ৮২১ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৫ জন। পাস করেনি এমন শিক্ষার্থী ৩৩ হাজার ১৩৬ জন।
রোববার (৩১ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান।

বেলা সাড়ে ১১টায় দিনাজপুর শিক্ষাবোর্ডের আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। এই শিক্ষাবোর্ড এ বছর গড় পাসের হার ৮২.৭৩ শতাংশ। যা গতবার ছিল ৮৪.১০ শতাংশ।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানান, এবছর দিনাজপুর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে কমেছে পাসের হার। কমেছে শতভাগ পাস করা স্কুলের সংখ্যাও। তবে জিপিএ-৫ বেড়েছে।

তিনি আরও জানান, দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার ৩৩ হাজারের বেশি শিক্ষার্থী পাস করেনি। যারা ফেল করেছে তাদের মধ্যে অধিকাংশ গণিতে ফেল করেছে। স্কুলগুলোতে মাস্টার ট্রেইনার শিক্ষকের অভাবে এই ফল বিপর্যয় হয়েছে।

আগামী দিনে ছাত্রদেরকে গড়ে তুলতে গণিত বিষয়ের শিক্ষকদের প্রশিক্ষণ বাড়ানোর তাগিদ দিয়ে এই কর্মকর্তা জানান, এ বছর শতভাগ পাসকৃত বিদ্যালয়ের সংখ্যা ১২২, যা গতবার ছিল ১৩৮টি। কেউই পাস করেনি এমন বিদ্যালয়ের সংখ্যা ১টি।

এই শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ হাজার ৮৬ জন এবছর জিপিএ-৫ পেয়েছে। যা গতবারের চেয়ে ৩ হাজার ৬৩ জন বেশি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com