বৃহস্পতিবার, ৩০ Jun ২০২২, ০৮:৩৬ অপরাহ্ন
মোঃ নাসির উদ্দিন রাসেল,হবিগঞ্জ প্রতিনিধি :
সবাই পাশে থাকলে সামনে আরো বড় কিছু করতে পারি অসহায় মানুষদের জন্য।—‘Gold Beauty Maker‘ এর স্বত্বাধিকারী নারী উদ্যোক্তা নিগার সুলতানা আঁখি।
বিশ্বব্যাপী হানা দিয়েছে মহামারি করোনা ভাইরাস। আমাদের দেশেও এই ভাইরাসের কারণে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। ভাইরাস থেকে বাঁচতে গৃহে অবস্থান করছে দেশের মানুষ। সারাদেশের ন্যায় এতে কর্মহীন ও অসহায় হয়ে পরেছে হবিগঞ্জের স্থানীয় বাসিন্দারা।
এই জাতীয় সংকটকালীন মুহূর্তে অসহায়,কর্সহীন, গৃহহীনদের পাশে দাড়িয়েছে “হবিগঞ্জ নারী সংস্থা” (HNS). সংগঠনটি ১০০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে।
জানা যায় “হবিগঞ্জ নারী সংস্থা” (HNS) এর কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সত্যিকারের প্রাপ্য অসহায়দেরকে খুঁজে বের করে উপহার সামগ্রী ১০০ পরিবারের মাঝে পৌঁছে দেয়।
সংগঠনটির অন্যতম সমন্বয়ক ‘Gold Beauty Maker’ এর স্বত্বাধিকারী নারী উদ্যোক্তা নিগার সুলতানা আঁখি জানিয়েছেন, ” যারা আমাদের পাশে ছিলেন আর্থিক ভাবে হোক বা মানসিক বা শারীরিক ভাবে হোক পাশে থেকে সাহস দিয়ে গেছেন সবাইকে ধন্যবাদ।এভাবেই পাশে থাকবেন আশা করি যেন সামনে আরো বড় কিছু করতে পারি অসহায় মানুষদের জন্য।
এছাড়াও “হবিগঞ্জ নারী সংস্থা” (HNS) এর আগেরও হতদরিদ্র,রাস্তার অসহায় শিশু,মাদ্রসার এতিম শিশু,অসহায় খেটে খাওয়া পরিবার গুলোকে আমাদের নিজেদের সামর্থ অনুযায়ী সাহায্যর হাত বাড়িয়েছে।
ঈদ উপহার সামগ্রী বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান জনাব মুতাচ্ছিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জগদীশ মোদক,নিলাদ্রী শেখর টিটু,শংকর দাস সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।