শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন




প্রকৃতির খেয়ালে শিশুরা স্বপ্নের ঘর-গৃহস্থালী সাজাতে ব্যস্ত

প্রকৃতির খেয়ালে শিশুরা স্বপ্নের ঘর-গৃহস্থালী সাজাতে ব্যস্ত

Exif_JPEG_420

আনোয়ারুল ইসলাম জুয়েল, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কতইনা বৈচিত্রময় ষড়ঋতুর এই দেশ। প্রকৃতির খেয়ালে সাজানো বসন্তের এই দিনকাল। সবে মাত্র গাছে গাছে নতুন পাতা গজিয়েছে। ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে আম, জাম, কাঁঠাল ইত্যাদি ফলের মুকুল। গুণ গুণ করে ভ্রমর উড়ছে এ গাছ থেকে অন্য গাছ। এই আনন্দ সুবাস মিশ্রিত স্কুল ছুটির দিনে নিজ বাড়ীর এক কোনে খেলার ছলে স্বপ্নের ঘর-গৃহস্থালী সাজাতে ব্যস্ত চিলমারীর সবুজ পাড়ার কোমলমতি স্বপ্না। সাথে আরেক খেলার সাথি পাপিয়া তাকে অনুসরন করছে। বিভিন্ন ধরনের ছোট ছোট হাড়ি পাতিল, কচুপাতা, কলা গাছের মোটা ছাল ইত্যাদিতে রান্না হচ্ছে নানান স্বাদের কল্পনার খাবার। স্বপ্না সবে মাত্র চর্তুথ শ্রেণীতে পড়ে। উচ্ছল, চঞ্চল মায়াবী এই শিশুর মনে প্রকৃতির খেয়ালী শিক্ষাই স্বপ্নের গৃহস্থালী জায়গা করে নিয়েছে। বাস্তবের ঘর-গৃহস্থালীতে শিশুরা যা কিছু দেখে তাকেই তারা অনুসরন এবং অনুকরন করে।
প্রকৃতির খেয়ালই একদিন আমাদেরকে ছোট থেকে বড় স্বপ্ন এবং স্বপ্নগুলোকে বাস্তবে পরিনত করে দেখায়। তাইতো মহৎ জীবন গড়ে তোলার মহান স্বপ্নই হোক আমাদের দেশ গড়ার স্বপ্ন পূরণের এই ফাগুনের উঞ্চ অঙ্গীকার।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com