শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন




আজ জাতীয় নাট্যোৎসবে শিখার সংসদের একটি অবাস্তব গল্প নাটকের মঞ্চায়ন

আজ জাতীয় নাট্যোৎসবে শিখার সংসদের একটি অবাস্তব গল্প নাটকের মঞ্চায়ন

রেজাউল করিম :
জঙ্গি অবক্ষয়-দুর্নীতি, মানবে না এ সংস্কৃতি এই শ্লোগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উপলক্ষে সারাদেশের মতো রংপুরেও অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নাট্যোৎসব। জাতীয় নাট্যোৎসবে আজ ১৭ ফেব্রæয়ারী ২০২০ সন্ধ্যা সাড়ে ৭ টায় রংপুর টাউনহলে মঞ্চস্থ হবে শিখ সংসদের নাটক “একটি অবাস্তব গল্প”। নাটকের রচয়িতা বিমল বন্দ্যোপাধ্যায় এবং নির্দেশনায় শিখ সংসদ রংপুরের সভাপতি বিপ্লব প্রসাদ। সার্বিক ব্যবস্থাপনায় শিখা সংসদের সাধারণ সম্পাদক আব্দুল মালেক। নাটকটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।
নাটকটিতে জেলার এর চরিত্রে অভিনয় করবেন বিপ্লব প্রসাদ, ঘোষকের চরিত্রে বীরেন্দ্রনাথ সরকার, অহীন জাহাঙ্গীর কবীর, কমল চরিত্রে মাসুদ, নকুল চরিত্রে আব্দুল মালেক, রামসিং চরিত্রে বাপন, কেষ্ট বিনয় কুমার বনিক, বাচস্পতি নিপুন রায়, ক মন্ডল বেনী মাধব বণিক, ডাক্তার চরিত্রে মানস সেন, জল্লাদ চরিত্রে মাসুম।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com