শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন




পঞ্চগড়ে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যাহী ঢেঁকি

পঞ্চগড়ে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যাহী ঢেঁকি

মোঃ তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি আমাদের পঞ্চগড়ে প্রবাদে ছিল ঢেঁকিতে ধান ভানার সময় বাড়ির বধূরা গানের সুরে বলতো বধু ধান বানেরে হেলিয়া দুলিয়া ঢেঁকি নাচে বউ নাচে গানের তাল মিলাইয়া ও বউ ধান বানেরে। এসব গান গীত গ্রাম বাংলার পল্লীবধূ দের মুখে মুখে থাকত। ধান থেকে চাল চাল থেকে আটা এক সময় একমাত্র প্রস্তুতি মাধ্যম ছিল ঢেঁকি নবান্ন এলেই ঢেঁকির পারে ধুম পড়তো নতুন ধানের চাল ও আটা তৈরী আর শীতের পিঠার ধুম পড়তো গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে। গ্রামের বধূরা বলেন বাড়িতে ঢেঁকি থাকলে বাড়ির সব ধরনের কাজ করা যায়। তবে কালের পরিবর্তনে ও আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে ঢেঁকি আর নতুন প্রজন্মের কাছে ঢেঁকি শব্দটি অতীতের গল্প মাত্র। বাস্তবে এর দেখা মেলা ভার ঢেঁকি গ্রামের দুই এক বাড়িতে থাকলেও দেখা মেলা খুবই মুশকিল আশির দশক থেকে ক্রমেই বিলুপ্তির পথে এই বাংলার ঐতিহ্য ঢেঁকি।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com