সোমবার, ১৩ মে ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রংপুরে প্ল্যানইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ৩০ বছর উদযাপন কুতুবদিয়ায় নোঙর ফেলেছে এমভি আবদুল্লাহ হুয়াওয়ের ক্লাউড সেবা ব্যবহার করবে উৎকর্ষ যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, ৫০ অধ্যাপক গ্রেপ্তার লালমনিরহাটে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ফুলবাড়ীতে বিশ্ব মা দিবস পালিত হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ডোমারে আধুনিকায়ন পৌর কাঁচাবাজার নির্মাণকাজের শুভ উদ্বোধন ডোমারে নির্বাচনী ফলাফল কক্ষ ভাংচুরের মামলায় পৌর আ”লীগের সাধারণ সম্পাদক ময়নুল গ্রেফতার রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখবে




লালমনিরহাট পৌর মেয়রকে লিগ্যাল নোটিশ

লালমনিরহাট পৌর মেয়রকে লিগ্যাল নোটিশ

লালমনিরহাট প্রতিনিধি :
নকশা পরিবর্তন করে কেন্দ্রীয় শহীদ মিনার পুনর্র্নিমাণ কাজ বন্ধ করতে লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টুকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে লালমনিরহাট সাংস্কৃতিক কেন্দ্র।
বৃহস্পতিবার এ লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ।
লিগ্যাল নোটিশে বলা হয়, লালমনিরহাট পৌরসভার সাপ্টানা মৌজার মাতৃমঙ্গল কেন্দ্রের পাশে ১৯৭২ সালে ১৪.৫০ শতাংশ জমির ওপর সড়কের পাশে পশ্চিম মুখো দৃষ্টিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনারটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে জেলাবাসী বিভিন্ন কর্মসূচি এ কেন্দ্রীয় শহীদ মিনারে পালন করে আসছেন। এরই মাঝে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে আলিসান বাড়ি নির্মাণ করেন জেলার প্রভাবশালী শাখাওয়াত হোসেন সুমন খাঁন। যা শহীদ মিনারের কারনে দৃষ্টির আড়ালে পড়ে।
আলিসান বাড়িটি দৃষ্টিনন্দন করতে কেন্দ্রীয় শহীদ মিনারটি স্থানান্তর ও পুনর্র্নিমাণের নামে নকশা পরিবর্তন করে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজ শুরু করে পৌরসভা। ১৬ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে পুনর্র্নিমাণ করা শহীদ মিনারের মূল বেদী পরিবর্তন করে উত্তর-পূর্ব কোনায় নেয়া হচ্ছে। ফলে সড়কের চলাচলকারী সর্বসাধারণের দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে। দৃষ্টিহীন হয়ে জৌলুস ও মর্যাদা হারাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার।
বিষয়টি নিয়ে জেলার সর্বস্থরের মানুষের মাঝে নিন্দার ঝড় উঠে। পুনর্র্নিমাণ কাজ বন্ধ করতে আন্দোলনে নেমে পড়েন জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্থরের মানুষ। সরকারের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েও কেন্দ্রীয় শহীদ মিনারের সৌন্দর্য ফেরাতে ব্যর্থ হয়ে লালমনিরহাট সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ সুফী মো. তাহেরুল ইসলাম বাদী হয়ে আদালতের দারস্থ হন।
যার প্রেক্ষিতে অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ শহীদ মিনার পুনর্র্নিমাণ কাজ বন্ধ করতে বৃহস্পতিবার তিন দিনের সময় দিয়ে পৌর মেয়রকে লিগ্যাল নোটিশ পাঠান।
সৈয়দ সুফী মো. তাহেরুল ইসলাম বলেন, প্রভাবশালীর আলিসান বাড়ি দৃষ্টিনন্দন করতে কেন্দ্রীয় শহীদ মিনারের সৌন্দর্য নষ্ট করা জাতির জন্য লজ্জার ও অপমানের। এটা শুধু ভাষা শহীদের নয়, গোটা জাতিকে অপমানিত করছে। শহীদ মিনারের সৌন্দয্য রক্ষায় ঊর্দ্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে মেয়রের বিরুদ্ধে মামলা করা হবে।
লালমনিরহাট পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু বলেন, ঢাকায় ছিলাম অফিসে যাইনি, তাই লিগ্যাল নোটিশের বিষয়ে কিছু জানি না। নোটিশ দিলে অফিসে আছে। কেন্দ্রীয় শহীদ মিনার পুনর্র্নিমাণ কাজ শেষ হলে দেখা যাবে সৌন্দর্য বৃদ্ধি পায় কি না।
যারা আন্দোলন করছেন তারা না বুঝেই এমনটা করছে। নির্মাণ কাজ বন্ধ করা হবে না বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com