শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:২৭ অপরাহ্ন




রংপুরের লেখক-পাঠকদের মিলনকেন্দ্র বইবাড়ি’র নবরূপে যাত্রা শুরু

রংপুরের লেখক-পাঠকদের মিলনকেন্দ্র বইবাড়ি’র নবরূপে যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার :
রংপুরের লেখক-পাঠকদের মিলনকেন্দ্র বইবাড়ি নবরূপে যাত্রা শুরু করেছে রবিবার থেকে। সকাল ১১টায় রংপুর প্রেসক্লাব মার্কেটের ২য় তলায় এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু।
এ সময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাবেক পৌর চেয়ারম্যান সংস্কৃতিক ব্যক্তিত্ব আলহাজ কাজী মো. জুননুন, অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের উপপরিচালক আব্দুল্লাহ আল ফারুক, রোকেয়া গবেষক রফিকুল ইসলাম দুলাল, কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম, ডা. মফিজুল ইসলাম মান্টু, সাংবাদিক আফতাব হোসেন, আবেদুল হাফিজ, আব্দুর রহমান মিন্টু, নজরুল সংঘ পাঠাগারের সাধারণ সম্পাদক রশিদুস সুলতান বাবলু, কবি বাশার ইবনে জহুর, রাজনীতিক আব্দুল কুদ্দুস, জাগপা নেতা সেন্ডো, ড. নাসিমা আকতার এবং কবি এএসএম হাবীবুর রহমান, মাসুদ বশীর, মাহমুদা বেগম, মামুনুর রশীদ, উন্নয়নকর্মী রাজেশ দে রাজু, বইবাড়ির পরিচালক সোহনুর রহমান শাহীন, শামসুজ্জামান সোহাগ, আশহাদুজ্জামান মিলন প্রমুখ। সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এখানে কবি সাহিত্যিকদের আড্ডা, গল্প, কবিতা, ছড়া উপন্যাস ছাড়াও স্কুল কলেজের বই, কম্পিউটার ইন্টারনেট সেবা চা, কফি আইসক্রিম ও কোল্ডড্রিংস পাওয়া যাবে।
প্রতিষ্ঠানের পরিচালক জাকির আহমদ জানান, রংপুরে কবি সাহিত্যিকদের বসার তেমন ভালো ব্যবস্থা নেই, বই প্রকাশ প্রচার কিংবা বিক্রিরও তেমন সুযোগ নেই, তাই নবরূপে বইবাড়ি রংপুর প্রেসক্লাবের মার্কেটে স্থান করে নিয়েছি। যাতে করে পাঠক মহল সহজেই তদের পছন্দের বইটি পেতে পারেন।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com