রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ন




পীরগাছায় নিখোঁজের ৫দিন পর যুবকের লাশ উদ্ধার

পীরগাছায় নিখোঁজের ৫দিন পর যুবকের লাশ উদ্ধার

তাজরুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগাছায় নিখোঁজের ৫দিন পর সুজন মিয়া (১৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পীরগাছা থানা পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার সাতঘড়িপাড়া একটি পুকুর পাড়ে আবর্জনা দিয়ে ঢেকে রাখা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত সুজন মিয়া উপজেলার অন্নদানগর ইউনিয়নের প্রতাবজয়সেন গ্রামের দিনমজুর ইদ্রিস আলীর ছেলে। সে এলাকায় কাঁঠ মিস্ত্রির হেলপার হিসেবে কাজ করতো।
জানা গেছে, গত ২৪ জানুয়ারী রাতে কে বা কাহারা মোবাইল ফোনে সুজন মিয়াকে ডেকে নেয়। এরপর থেকে তাকে খুঁজে না পাওয়ায় তার পিতা ইদ্রিস আলী গত মঙ্গলবার পীরগাছা থানায় একটি সাধারন ডাইরী করেন। গতকাল বুধবার সকালে স্থানীয় লোকজন মাঠে কাজ করতে গিয়ে সাতঘড়িপাড়া গ্রামের একটি পুকুর পাড়ে আবর্জনা দিয়ে ঢাকা অবস্থায় সুজনের লাশ দেখতে পেয়ে পীরগাছা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা পীরগাছা থানার ওসি (তদন্ত) আজিম উদ্দিন বলেন, সুজন হত্যার রহস্যে উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com