রবিবার, ১১ Jun ২০২৩, ০৬:১৪ পূর্বাহ্ন
মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ, দিনাজপুর :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের শতগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশবাড়ী ইউনিয়নের কেটগাঁও গ্রামের মৃতঃ ডাঃ মকবুল হোসেনের ছেলে মোঃ রওশন আহম্মেদ শুক্রবার রাত্রে ভাতিজা বউমা রোকসানা বেগমের সাথে আপত্তিকর অবস্থায় এলাকাবাসী আটক করে বীরগঞ্জ থানায় খবর দিলে বীরগঞ্জ থানার এস আই মোঃ তৌহিদ তাদেরকে আটক করে বীরগঞ্জ থানায় নিয়ে আসলে শনিবার বিকালে বীরগঞ্জ উপজেলা ভ্রাম্যমান আদালতে গঠন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন ত্রিশ হাজার টাকা জরিমানা নিয়ে উক্ত লম্পট শিক্ষক মোঃ রওশন আহম্মেদকে মুক্তি দেন। এ ঘটনাকে কেন্দ্রে করে এলাকায়
ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান ইতিপূর্বে উক্ত শিক্ষক এ ধরনের একাধিকবার ঘটনা ঘটিয়েছেন। এ ব্যাপারে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে।