বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন




ডোমারে ৪ গাঁজা সেবির ভ্রাম্যমান আদালতে ৩ মাস জেল

ডোমারে ৪ গাঁজা সেবির ভ্রাম্যমান আদালতে ৩ মাস জেল

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমারে ৪ গাঁজা সেবিকে ৩ মাস জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার রাত ১০টায় ডোমার থানার এসআই আজম হোসেন প্রধানের নেতৃত্বে সোনারায় ইউনিয়নের ধনীপাড়া একটি বাড়ী থেকে গাঁজা সেবন কালে ৪ জনকে আটক করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড উম্মে ফাতিমা ঘটনা স্থলে গিয়ে ভ্র্যাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন। দন্ড প্রাাপ্তরা হলেন, উপজেলার দক্ষিণ চিকমমাটি ৩নং ওয়ার্ডের বায়জিত হাচানের ছেলে সৌরভ (২৮), পূর্ব চিকনমাটি ভাদুর স্কুল এলাকার আজিবর রহমানের ছেলে মোরছালিন (২৯), সোনারায় ভেন্সীপাড়া গ্রামের সত্যেন্দ্র নাথ রায়ের ছেলে সঞ্জয় কুমার (২২), সোনারায় ধনীপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে রাকিবুল হাসান (২৩)। আগামীকাল সকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পঠানো হবে বলে ওসি মোস্তাফিজার রহমান জানান।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com