শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন




নীলফামারীতে প্রকল্প সমাপ্তকরণ সভা অনুষ্ঠিত

নীলফামারীতে প্রকল্প সমাপ্তকরণ সভা অনুষ্ঠিত

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি :
নীলফামারীতে ল্যাম্ব-প্ল্যান শো প্রকল্প সমাপ্ত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসককের সম্মেলণ কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
চার বছর মেয়াদী ওই প্রকল্পটি আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে। এই প্রকল্পের মাধ্যমে চার বছরে জেলার ১৯০টি কমিউনিটি ক্লিনিকে এক লাখ ৯৪ হাজার ৫৪৯জন গর্ভবতি মাকে প্রসবপূর্ব সেবা, ১৯ হাজার ৩৩জনকে প্রসবকালীন সেবা, ৩২ হাজার ৮৪১জনকে প্রসব পরবর্তী সেবা প্রদান ইউনিয়ন ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে রেফারকৃত এক হাজার ১৪৫জন হতদরিদ্র মাকে নগদ ৫৮ লাখ তিন হাজার ৬২৩ টাকা নিরাপত্তাজনিত সহায়তা প্রদান করা হয়েছে।
ল্যাম্ব শো প্রকল্পের ব্যবস্থাপক আলতাফ হোসেন জানান,‘ নীলফামারী জেলায় মা ও শিশু মৃত্যুর হার প্রতিরোধ পাশাপাশি সরকারি স্বাস্থ্য সেবা কার্যক্রমকে শক্তিশালী করণের লক্ষ্যে ২০১৬ সালে শো প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করে আসছে ল্যাম্ব ও প্ল্যাণ ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
ল্যাম্ব’র নির্বাহী পরিচালক খায়েল স্কটের সভাপিত্বে বক্তব্য রাখেন, প্রকল্প সমাপ্ত করণ সভায় সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আফরোজা বেগম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, প্ল্যাণ ইন্টারন্যাশনাল রংপুর বিভাগীয় ব্যবস্থাপক আশিষ কুমার বক্সী, ল্যাম্ব’র কর্মসূচি পরিচালক (সিএইচএÐডিপি) লিটন বালা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com