শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন




রংপুরে নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নে জনসচেতনতা শীর্ষক কর্মশালা

রংপুরে নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নে জনসচেতনতা শীর্ষক কর্মশালা

স্টাফ রিপোর্টার :
রংপুরে নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নে জনসচেতনতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রংপুর জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রনালয়ের মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্রাচায্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল আলীম মাহমুদ, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ। কর্মশালায় খাদ্যে ভেজাল ও দূষণ রোধকল্পে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভোক্তা সমাজ, ব্যবসায়ী সংগঠন নেতৃবৃন্দ, সিভিল সোসাইটি, খাদ্য ব্যবসায়ী, সাংবাদিক ও এনজিও প্রতিনিধি অন্যান্য সুধীজন এতে অংশ নেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নে জনসচেতনতা সম্বলিত একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উদ্বোধন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com