বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন




শৃঙ্খলা ভঙ্গের দায়ে রংপুর মহানগর ছাত্রলীগের তিন নেতাকে সাময়িক বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের দায়ে রংপুর মহানগর ছাত্রলীগের তিন নেতাকে সাময়িক বহিষ্কার

স্টাফ রিপোর্টার :
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফসহ তিন নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। রোববার (২৭ অক্টোবর) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সাময়িক বহিষ্কৃত অন্য দুইজন হলেন-রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নয়ন মাহমুদ বিপ্লব ও যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজিজ। রোববার ২৭ অক্টোবর দলীয় শৃঙ্খলা ভঙ্গ নিয়ে রংপুর মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি। সভা শুরু হলে ৩৩ টি ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ দোষি ছাত্রলীগ নেতাদের বহিস্কারের শ্লোগান দিতে থাকেন। এসময় আবারো উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়। পরে মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সকলকে শান্ত থাকার আহবান জানালে সকলে শান্ত হন এবং সভার সিদ্ধান্তের অপেক্ষায় থাকেন। পরে সভা কেন্দ্রীয় নেতাদের উপর সিদ্ধান্ত ছেড়ে দিয়ে সভা শেষ করেন। সভা শেষে কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রংপুর মহানগর ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক শেখ আসিফ, সহ-সভাপতি নয়ন মাহমুদ বিপ্লব ও যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজিজকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করার ঘোষণা দলীয় প্যাডে দেন।
এদিকে সাময়িক এই বহিষ্কারের নেপথ্যের কারণ হিসেবে জানা গেছে, শনিবার (২৬ অক্টোবর) রংপুর মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে হট্টগোল ও বিশৃঙ্খলাসহ হাতাহাতির ঘটনা ঘটে। এঘটনায় নানক বলেছিলেন, ‘আওয়ামী লীগের শত্রæ হচ্ছে আওয়ামী লীগ। আমরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি-জামায়াত শিবির এক সঙ্গে হয়েও আওয়ামী লীগের কর্মীদের স্পর্শ করতে পারবে না। যারা এ সভায় হট্টগোল গোলমাল করল, তারা আওয়ামী লীগ বা ছাত্রলীগের কেউ হতে পারে না।’ ওই সভায় নানক দলের স্থানীয় নেতা-কর্মীদের অভিযোগের ভিত্তিতে জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা থাকার ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মন্ডলকে বহিষ্কারের ঘোষণা দিয়ে রংপুরে শুদ্ধি অভিযান শুরুর কথা বলেন।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com