শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন




শ্রীপুরে সাংবাদিকদেরকে লাঞ্ছিত করে হত্যার হুমকি, গ্রেফতার একজন

শ্রীপুরে সাংবাদিকদেরকে লাঞ্ছিত করে হত্যার হুমকি, গ্রেফতার একজন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এমসি বাজার এলাকার আলি আলী ফার্মেসির মালিক বাবুল মিয়া একটি মুক্তিযোদ্ধার সনদ বিষয়ে প্রতারনা হয়েছে বলে অভিযোগ পত্রিকায় প্রকাশ করার জন্য কয়েক জন সংবাদকর্মীদের খবর দিয়ে নিয়ে যায় ওই ফার্মেসির মালিক বাবুল মিয়া। সংবাদ সংগ্রহের সময় বাবুল মিয়ার ছেলে আবুবক্কর সাংবাদিকদের সাথে একপর্যায় বাজে কথাবার্তা বলে লাঞ্চিত এবং হত্যার হুমকি প্রদান করে ।বুধবার সন্ধ্যা ৭ টার দিকে শ্রীপুর উপজেলার এমসি বাজারের আলি ফার্মেসিতে ঘটনা ঘটে। এসময় উপস্থিত সংবাদ সংগ্রহের সময় দৈনিক অধিকার পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রউফ রুবেল, দৈনিক খবর পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আশরাফুল ইসলাম এবং দৈনিক ঢাকা প্রতিদিনের আতাউর রহমান সোহেলকে লাঞ্ছিতর করে ।গ্রেফতারকৃত হুমকি প্রদানকারী আবু বক্কর (২৫) টাংগাইলের ঘাটাইল এলাকার বাবুল মিয়ার ছেলে। বর্তমানে উপজেলার এমসি বাজার এলাকায় বসবাস করে আসছে তারা।সাংবাদিকদের দেয়া তথ্য ও থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা যায়, আলি ফার্মেসির মালিক বাবুল মিয়া একটি অভিযোগ পত্রিকায় প্রকাশ করার জন্য পত্রিকা হকার বাবলুর মাধ্যমে সকালে সাংবাদিকদের খবর দেয় পরে সাংবাদিকরা সকালে দেখা করলে বাবলু জানায়, এক লোক মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বানিয়ে দেয়ার কথা বলে জনৈক বাবুল নামের এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছে। পরে ঐ লোকের তথ্য জানতে চাইলে বাবুল মিয়া বিকালে বিস্তারিত সকল তথ্য দেয়ার কথা বলে। পরে বিকালে তথ্য সংগ্রহ করতে গেলে সে ঐ লোকের পরিচয় দিতে গড়িমসি করতে শুরু করে। সাংবাদিকরা তাকে থানায় অভিযোগ দেয়ার কথা বললে সে উল্টা পাল্টা কথা বলা শুরু করে। এ সময় সে তার ছেলেকে ডেকে এনে কৌশলে নিজে দোকান থেকে সটকে পড়ে। পরে তার ছেলে সাংবাদিক দের ভূয়া সাংবাদিক বলা সহ অকথ্য ভাষায় গালাগালি করে এবং মারতে উদ্যোত হয়। এসময় উপস্থিত সকল সাংবাদিককে হত্যার হুমকি প্রদান করে।পরে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমকিদাতা আবু বক্কর কে আটক করে থানায় নিয়ে আসে ।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com