শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন




পীরগঞ্জে জমি নিয়ে মাজার ও মাদ্রাসা কমিটির বিরোধ : দোকান ঘর ভাংচুর

পীরগঞ্জে জমি নিয়ে মাজার ও মাদ্রাসা কমিটির বিরোধ : দোকান ঘর ভাংচুর

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহতে বিরোধীয় জমির দোকান ঘর ভাংচুরের ঘটনায় সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্ঠি হয়েছে । আর এ পরিস্থিতি শান্ত রাখতে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করে দু’পক্ষকে সংঘাত পরিহার করে শান্ত থাকার আহবান জানিয়েছেন । প্রাপ্ত তথ্যে জানা গেছে,   বিগত ১৯৪২ সনে উপজেলার বড়দরগাহ শাহ ইসমাইল গাজী (রহঃ) ওয়াফাকো ষ্টেটের জমি থেকে তৎকালিন মোতয়াল্লী শাহ মেছের আলী রেজিষ্ট্রি দলীল মুলে বড়দরগাহ শাহ ইসমাইল গাজী (রহঃ) ফাজিল মাদ্রাসার অনুকুলে ৫০ শতক জমি রেজিষ্ট্রি করে দেন । যার দলীল নং-৭০৮৪ । মাদ্রাসা কর্তৃপক্ষের দাবী অনুযায়ী উল্লেখিত জমি তাদের নিয়ন্ত্রনে রয়েছে ।  জমিটিতে দীর্ঘ দিন ধরে কাঁচা মালের হাট বসছে এবং সেখানে কয়েকটি অস্থায়ী দোকান ঘরও নির্মিত হয়েছে । এদিকে গত কয়েক মাস পুর্বে উক্ত জমি নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ও মাজার কর্তৃপক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয় এবং মাজার কর্তৃপক্ষ জমিটি তাদের দাবী করে চলতি সনের ৫ ফেব্রয়ারী রংপুরের সিনিয়র সহকারী জজ পীরগঞ্জ আদালতে একটা মামলা করে । যার নং-১৪/২০১৯ । মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে । এ দিকে গত ২০ অক্টোবর মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা উক্ত জমির ক’টি দোকান ঘর ভেঙ্গে ফেলে । এতে ব্যবসায়ী শাহ আলম, লেবু, লাল মিয়া, সাইদুল ফুলু সহ অনেকে ক্ষতিগ্রস্থ হয় ।এ নিয়ে দু’পক্ষের মাঝে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে ।সার্বিক এ পরিস্থিতির ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র জানান দু’পক্ষকে শান্ত থেকে প্রয়োজনীয় কাগজ পত্র সহ থানায় আহবান করা হয়েছে । মাদ্রাসাটির অধ্যক্ষ আঃ গফুর মিয়া বলেন, দলীল অনুযায়ী উক্ত ৫০ শতক জমি মাদ্রাসার । প্রতিপক্ষরা অন্যায় ভাবে উক্ত জমি দখলের চেষ্টা করছেন ।
মাজার কমিটির সাধারন স¤পাদক মীর শাফিয়ার রহমান বলেন, জমি দেয়ার দলীলটি সঠিক নয় । যে কারনে উক্ত জমি মাজারের এবং সেখানে কয়েকটি টিন সেডের ঘর নির্মান করা হযেছিল ।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com