বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন




দিনাজপুরে লাইসেন্সবিহীন কয়েল বিক্রির অভিযোগে আক্তার ট্রেডার্সকে জরিমানা : দোকান সিলগালা

দিনাজপুরে লাইসেন্সবিহীন কয়েল বিক্রির অভিযোগে আক্তার ট্রেডার্সকে জরিমানা : দোকান সিলগালা

ইদ্রিস আলী, দিনাজপুর :
দিনাজপুর শহরের বাহাদুর বাজার গোলকুঠি নামক এলাকায় ভেজাল কয়েলের দোকানে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযান ও অবৈধ পরিচালনা করা হয়। এসময় দোকানে রক্ষিত ভেজাল ড্রাগন ব্রান্ড মশার কয়েল আটক করে দোকান সিলগালা করা হয়।
ষ্টান্ডার্স এন্ড টেষ্টিং ইনষ্টিটিউট (বিএসটিআই) থেকে সনদ গ্রহন না করে অবৈধ ও ভোজাল ড্রাগন ব্রান্ডের মশার কয়েল উৎপাদন এবং বাজারজাত করনের অভিযোগে ম্যাজিষ্ট্রেট মমতাজ বেগমের নেতৃতে গত মঙ্গলবার এক অভিযান চালিয়ে গোলকুঠি এলাকায় আক্তার ট্রেডার্স নামের একটি দোকানে সিলগালা করেছে এবং ভেজাল মশার কয়েল আটক করেছে। ভোজাল প্রতিরোধের কারনেই এই অভিযান। শহরে ভেজাল পণ্যে ছড়াছড়ি। এ সময় অন্যান্য ব্যবসায়ীরা সেখানে উপস্থিত ছিলেন।
বাজারে দীর্ঘ দিন ধরে ভেজাল ড্রাগন মশার কয়েল বিক্রি করে আসছে। বার বার সতর্ক করা সত্তে¡ও বিক্রেতারা শোনেনি। অবাধে ভেজাল মশার কয়েল বিক্রি করে আসছে। ড্রাগন মশাল কয়েল ভেজাল করে প্রকাশ্যে ব্যবসা করে আসছে। প্রকৃত ব্যবসায়ী জানতে পেরে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতেই ভোজাল অভিযান চালানো হয়।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com